স্টাফ রিপোর্টার । হিলরিপোর্ট
রাঙামাটি: করোনা সন্দেহে রাঙামাটির ১৬ জনের রক্তের নমুনায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। শনিবার (১১এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মো মোস্তাফা কামাল এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা আজকে ১৬ জনের রক্তের নমুনার ফলাফল পেয়েছি এদের সকলের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি আরো জানান,এই পর্যন্ত সর্বমোট পর্যন্ত ৪৬ জনের মধ্যে ৩৬ জনের রক্তের নমুনার নেগেটিভ ফলাফল এসেছে। এখনো আরো ১০ জনের ফলাফল আসেনি।
ডা: মোস্কফা কামাল বলেন , এরপরও আমাদের আরো সচেতন হতে হবে। আমরা কেউ নিরাপদ নয়। সকলে ঘরে থাকি। নিজে নিরাপদে থাকি অন্যকেও নিরাপদে রাখি।