উপজেলা প্রতিনিধি । হিলরিপোর্ট
বরকল: হত-দরিদ্রদের কথা ভেবে বরকল উপজেলা ছাত্রলীগ এইবার ‘ফ্রি সবজি বাজার’ খুলেছে। শনিবার (১১এপ্রিল) বিকেল থেকে এই বাজার খোলা হয়।
এই বাজার খোলার মূল উদ্দেশ্য হলো- করোনার এই মহামারিতে ঘর বন্দি সাধারণ মানুষ। তাদের আয়-রোজগার বন্ধ। তাদের কথা ভেবে ‘ ফ্রি সবজি বাজার খোলা হয়েছে।
এই বাজার পরিচালনা করছেন, ছাত্রলীগের উদীয়মান কিছু তরুণ। যাদের কল দিয়েও তাদের হাতে সংরক্ষিত বাজার আপনিও ফ্রিতে নিজ বাড়িতে নিতে পারবেন।
তাদের সাথে যেভাবে যোগাযোগ করবেন:- মোঃ বেলাল হোসেন, মোবাইল: 01884680243, মোঃআসাদুজ্জামান-01845764903, মোঃসেলিম মাহামুদ সুমন-
01871159167,মোঃ রাজিব হোসেন-01636844889,মোঃসোহেল হোসেন-01634652447, মোঃরেজাউল ইসলাম-01874445682, মোঃআলামিন -01878747292।
শনিবার প্রথমদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন বলেন- আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ করি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের অভিভাবক জননেতা দীপংকর তালুকদার এবং জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে আমরা সংঘবন্ধ।
সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য আমাদের এই আয়ােজন। দেশে এমন বিদ্যমান পরিস্থতি যতদিন থাকবে ততদিন আমরা এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখবো।