স্টাফ রিপোর্টার । হিলরিপোর্ট
রাঙামাটি: রাঙামাটি শহরে করোনার উপসর্গ নিয়ে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন) বিকেলে শহরের ভেদভেদী এলাকায় তিনি মারা যান করেন বলে নিশ্চিত করেছেন,রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে করোনা সন্দেহে মারা যাওয়া ব্যক্তির ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৩ জুন মারা যাওয়া ব্যক্তির ছেলের রিপোর্ট নেগেটিভ আসে । মারা যাওয়া ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে যোগ করেন সিভিল সার্জন।
রাঙামাটি জেলায় শনিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭০ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। আইসোলোশনে রয়েছে ৮ জন।