স্টাফ রিপোর্টার । হিলরিপোর্ট
রাঙামাটি: রাঙামাটি জেলা সদরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্ণামেন্ট শেষ হয়েছে। এতে বালক বিভাগে বালুখালী ইউনিয়ন ও বালিকা বিভাগে কুতুকছড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার (২৮মে) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনা এবং রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা ভাইসচেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, নাসরিন ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় বালিকা বিভাগে কুতুকছড়ি টাইব্রেকে ৪ -৩ গোলে মগবানকে এবং বালক বিভাগে বালুখালী ২ -০ গোলে সাপছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। উপজেলা পর্যায়ের খেলায় সদর উপজেলার ৬ ইউনিয়নের ১২টি দল অংশ নিয়েছিলো।